কুমিল্লায় আদালতে বিচারকের এজলাসে ছুরিকাঘাতে খুন
কুমিল্লায় আদালতে বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসামির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে বিচারক ফাতেমা ফেরদৌসের সামনে এ ঘটনা ঘটে।নিহত আসামির নাম ফারুক । ঘাতকের নাম হাসান। উভয়ের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।হাসান ও ফারুক মনোহরগঞ্জ থানার জিআর ৮৩/১৩ ও এসটি ২০২৭/১৫ হত্যা মামলার আসামী।
কুমিল্লার অতিঃ জেলা ও দায়রা জজ ৩য় আদালতে এজলাস চলাকালীন সময়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত হত্যা মামলায় স্বাক্ষী প্রদানকালে ওই মামলার আসামী হাসান অন্য আসামী ফারুককে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এতে ঘটনাস্থলে আসামি ফারুক মারা যায়। ঘাতক হাসানকে গ্রেফতার করা হয়েছে।কুমিল্লার অতিঃ জেলা ও দায়রা জজ ৩য় আদালতের পিপি নুরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে যান কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম সহ উধর্তন পুলিশ কর্মকর্তা, র্যাব, সিআইডি, পিবিআইবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।