1030

কুমিল্লায় বৃক্ষ মেলার উদ্বোধন

“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” শ্লোগান নিয়ে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ এর অংশ হিসেবে জেলা প্রশাসন, কুমিল্লা সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয়েছে। এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর গেট থেকে একটি র‌্যালী বের হয়ে টাউন হল প্রাঙ্গনে এসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন সিদ্দিক। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ,বিশেষ অতিথি ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোঃ নুরল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শহীদুল হক। পরে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ads

কুমিল্লা টাউন হল মাঠে মাসব্যাপী বৃক্ষ মেলায় উদ্বোধন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক শহীদুল হকের সভাপতিত্বে টাউন হল অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোঃ নুরুল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এসডিজি গোল অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। এসডিজি গোলের তিনটি কি রয়েছে। অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত। শুধু অর্থনৈতিক উন্নতি হলেই হবেনা। সামাজিক এবং পরিবেশগত উন্নয়ন ও অবশ্যই প্রয়োজন। তাহলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে। আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদেও উদ্দেশ্যে বিভাগীয় বন কর্মকর্তা আরো বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা প্রকৃতিকে রক্ষা করবো, আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য। আজ সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে। তিনি সড়কের পাশে থাকা গাছ না কাটার অনুরোধ করেন। পাশাপাশি উপস্থিত প্রতিটি শিক্ষার্থীকে অন্তত দুটি করে গাছের চারা রোপনের অনুরোধ করেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এনজিও ফোরামের সভাপতি অধ্যাপক লোকমান হাকিম ও কুমিল্লা জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি জনাব খালেক বকসী।

ads
ad

পাঠকের মতামত