1038

এরশাদের স্মরণে মঙ্গলবার থেকে শোক বই

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে মঙ্গলবার (১৬ জুলাই) থেকে একটি শোকবই খোলা হবে।

আজ রবিবার জাপার চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ads

সুনীল শুভ রায় জানান, বনানীস্থ কার্যালয় ও কাকরাইলস্থ জাপার কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদ স্মরণে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শোক বইটি খোলা থাকবে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই দুপুরে এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তখন থেকেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আজ রবিবার সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

ads
ad

পাঠকের মতামত