
কুমিল্লায় ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৪, গুরুত্বর আহত ৩
কুমিল্লা চাদঁপুর সড়কের লালমাই কেশনপাড় এলাকায় চাদঁপুরগামী দোয়েল পরিবহনের যাত্রীবাহি একটি বাসের সাথে সড়কের একই পথেগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে ২ নারী ২ পুরুষসহ ৪ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টায় কুমিল্লার লালমাই উপজেলার কেশনপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরুড়া উপজেলার নশরথপুড় গ্রামের আলী হোসেন (৬০), চেঙ্গারহাট গ্রামের আবুল বাশার (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ছোটচলুন্ডা গ্রামের হাসিনা বেগম (২৫) ও লালমাই উপজেলার কাপাশতলা গ্রামের নুরজাহান বেগম (৪৭)। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও ৩ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
খবর পেয়ে লালমাই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল জানান লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।