851

র‌্যাবের অভিযানে কুমিল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেফতার

৪ জুলাই বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের সময় র‌্যাব-১১ সিপিসি-২ এর বিশেষ নিয়মিত মাদক বিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ থেকে ২০ কেজি গাঁজাসহ মোঃ মিজানুর রহমান (৩৫) শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।জেলার সদর দক্ষিণ থানাধীন কমলপুর পাকা রাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা সদর দক্ষিণ থানার মুথুরাপুর উত্তর পাড়া গ্রামের মৃত কালা মিয়া পুত্র মোঃ মিজানুর রহমান (৩৫)কে আটক করা হয়।

ads

র‌্যাব ১১ সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে নিয়মিত ভারতীয় সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ গাঁজা এবং ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করিয়ে ঢাকাসহ সারাদেশে সরবরাহ করে। তার নামে ০৬টি মাদকের মামলা চলমান আছে।গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ad

পাঠকের মতামত