797

সেমিফাইনালে মুখোমুখি ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা

বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে পুরনো দ্বৈরথ সুপার ক্লাসিকো ম্যাচ। এটি সেই লড়াই যা দেখতে সবসময় উদগ্রীব হয়ে বসে থাকে সারা বিশ্বের ফুটবল ভক্তরা। কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।
পারফরমেন্সের বিচারে এই টুর্নামেন্টে আর্জেন্টিনা থেকে ঢের এগিয়ে আছে সেলেসাওরা। খেলার সব বিভাগেই একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন হেসুস-কৌতিনহোরা। টুর্নামেন্টে কোন গোল হজম না করা একমাত্র দল ব্রাজিল। কোনো দলই এখন পর্যন্ত তাদের গোলবারের দুর্গ ভেদ করতে পারেনি। তাই এই বিষয়ে নিয়ে কপালে দুশ্চিন্তা ভাজ পড়েছে আর্জেন্টিনার কপালে।
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড গেব্রিয়েল হেসুস তো এক প্রকার হুমকিই দিয়ে দিলেন আলবিসেলেস্তেদের। তার মতে, ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে প্রচুর ঘাম ঝরাতে হবে আর্জেন্টিনার ফরোয়ার্ডদের।                                                                                                          তবে পরিসংখ্যান যাই হোক না কেন সুপার ক্লাসিকোর প্রতিটি ম্যাচই থাকে পরিসংখ্যান আর আধিপত্যের উর্ধ্বে। একটি দ্রুপদী লড়াইয়ের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

ads
ad

পাঠকের মতামত