794

ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ চৌধুরী আর নেই

কুমিল্লা জেলা ছাএলীগের সাবেক সভাপতি ও জাসদের সাবেক কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ চৌধুরী মঙ্গলবার মধ্যরাত ১২টায় ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। হাবিবুল্লাহ চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী বীর মুক্তিযোদ্ধা মমতাজ বেগম ১৯৯৭ সালে মারা যান। কাতারে অবস্থানরত তার ছেলে চৌধুরী হানিফুল্লাহ সরল আজ বুধবার দেশে ফিরলে মরহুমের জানাজার সময় নির্ধারণ করা হবে। মরহুমের বাড়ি কুমিল্লা শহরের মুন্সেফবাড়ি এলাকায়। হাবিবুল্লাহ চৌধুরী দীর্ঘ দিন ধরে কুমিল্লা টাউন হলের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জিয়াউর রহমান সরকারের সময় অনেক দিন আত্মগোপনে ছিলেন, পরে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন। এছাড়াও তিনি একাত্তুরের ঘাতক দালালদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেন। গবেষক আহসানুল কবীর জানান, মরহুম হাবিবুল্লাহ চৌধুরীর বাবা হেদায়তুল্লাহ চৌধুরী ত্রিপুরা কংগ্রেসের নেতা ছিলেন।

ads
ad

পাঠকের মতামত