790

কুমিল্লায় পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ আটক-২

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে । গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম এর নির্দেশে কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে কোতোয়ালি মডেল থানাধীন চাঁন্দপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মাদক সম্রাট শান্ত (৩০) কে নিজ বাসা থেকে ও ফুল মিয়ার ছেলে পাপ্পু (২৮) কে কোতোয়ালি মডেল থানার এসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম একটাই কথা মাদকমুক্ত সমাজ চাই, মাদকমুক্ত কুমিল্লা গড়তে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের হাত থেকে রেহাই নেই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের। মাদকের গডফাদাররাও ছাড় পাবে না। এদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।

ads
ad

পাঠকের মতামত