কুমিল্লায় রোকেয়া জেনারেল হাসপাতাল’র ভিত্তি প্রস্তর স্থাপন
কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন বারপাড়া এলাকায় আজ ২৩ শে জুন রবিবার সকাল ১১টায় রোকেয়া জেনারেল এন্ড স্পেশালাইজড হসপিটালের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোকেয়া জেনারেল এন্ড স্পেশালাইজড হসপিটালের ভিত্তি প্রস্তর ও নির্মান কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বেগম রোকেয়া’র সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডা: রাসেল আহমেদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো: মনিরুল হক সাক্কু। এছাড়া কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা বিএমএ’র সাবেক সভাপতি ডা: গোলাম মহিউদ্দিন দীপু, ৬নং জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রশিদ, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস ও কুসিক ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুস ছাত্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী বাহার বলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকায় বর্তমানে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেসরকারি প্রতিষ্ঠান ময়নামতি মেডিকেল কলেজ রয়েছে। তাই রোকেয়া জেনারেল এন্ড স্পেশালাইজড হসপিটাল এখানে নতুন করে কার্যক্রম শুরু করলে এখানকার জনগণ আরো বেশী করে স্বাস্থ্য সেবা গ্রহন করতে সক্ষম হবে। তিনি এ প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণ যেন স্বাস্থ্য সেবার মাধ্যমে আত্মমানবতা মূলক সেবা গ্রহন করতে পারে সে জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া জগন্নাথপুর ইউনিয়নে বর্তমানে যে ময়লার ডিপো টি রয়েছে সেটাকে জনস্বার্থে ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে প্রক্রিয়াজাত করে আরো আধুনিক করে রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আগামী দিনে সম্মিলিত প্রচেষ্ঠায় কুমিল্লাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।