কুমিল্লায় দুই বাসের সংঘর্ষ, আহত ২০জনেরও অধিক
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা এলাকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ ঘটেছে। শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ২০ জন বাসের যাত্রী।
আহতদের মধ্যে যাদের পরিচয় জানা যায় তারা হলেন- কুমিল্লার চান্দিনার গল্লাই গ্রামের ইয়াছিন (২৩), একই উপজেলার পানিপাড়া গ্রামের হাবিবা রহমান (৩৫), দেবীদ্বারের ধামতি গ্রামের শাহ আলম (২৫), তিতাস উপজেলার জগৎপুর গ্রামের নূরুল ইসলাম (৪০), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাইছাড়া গ্রামের জামাল উদ্দিন (৪০), রংপুর সদর থানাধীন মাহমুদুল হাসান (১৮),
তারাগঞ্জ উপজেলার দক্ষিণ হাজিপুর গ্রামের সহিদুল ইসলাম (৩৫), তার ছেলে সুমন (১৭), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ধারাপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান (১৮), মধ্যরাজী গ্রামের মিন্টু রহমান (৩২), ব্রাহ্মণপাড়া গ্রামের রাজু (৩২), নোয়াখালী চাটখিল উপজেলার হাসানসহ (২৪), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের মো. হানিফ সওদাগর (৪৫), লালমনিরহাট জেলার আজিমমাড়ি থানাধীন পশ্চিমবর্ডার ঢেকুরগাড়ি গ্রামের সুমন মিয়া (২৫) সহ আরও অন্তত দশ জন।