কুমিল্লার নাঙ্গলকোটে প্রবাসী ফাউন্ডেশনের প্রথম বর্ষ পুর্তিতে ব্যারিস্টার সুমন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন প্রবাসী ফাউন্ডেশনের প্রথম বর্ষ পুর্তি উপলক্ষে পঙ্গু প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায়দের নগদ অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ময়ূরা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে পঙ্গু প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইল চেয়ার ও অসহায় দরিদ্রের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
এতে প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি তোফায়েল হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিমকোটের আইনজীবী আলোচিত ব্যাক্তিত্ব ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আবু তাহের, এ্যাডভোকেট জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, কাজী নাজির আহাম্মদ, রক্ত সন্ধানীর সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ প্রতিনিধি কাজী জসীম উদ্দিন, আব্দুল মান্নান, ইদ্রিস মিয়া, পেয়ার আহাম্মদ সুমন প্রমূখ।