১০ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য এবং মাদক সেবনকারী আটক
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন গোলাবাড়ী পোষ্টের টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৮২/১০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “কেরানীনগর” নামক স্থান হতে ১২ টি ইয়াবা ট্যাবলেটসহ (৩,৬০০/-) ০১ জন মাদক সেবনকারী মোঃ বাবু মিয়া (৩৪), পিতা-মৃত নজরুল ইসলাম, গ্রাম-সূবর্ণপুর, পোষ্ট-মোঘলটুলি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে কোতয়ালী উপজেলাধীন একই পোষ্টের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৮২/১১-এস হতে আনুমানিক ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “গোলাবাড়ী”নামক স্থান হতে ৪০ টি ইয়াবা ট্যাবলেটসহ (১২,০০০/-) ০১ জন মাদক সেবনকারী মোঃ রফিক মিয়া (৩০), পিতা-মৃত মোখলেছ মিয়া, অস্থায়ী ঠিকানাঃ ঠাকুরপাড়া (বেসিক), কামাল চেয়ারম্যানের পরিত্যাক্ত মোজার ফ্যাক্টরী, রামমালা, কোতয়ালী, কুমিল্লা। স্থায়ী ঠিকানাঃ গ্রাম-আলীরচর, পোষ্ট-গোডারশাল, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা’কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৩ বোতল মদ (৬৪,৫০০/-), ৪৮০ টি সেনেগ্রা (৪৮,০০০/-), ৩২ টি টার্গেট ট্যাবলেট (৩,২০০/-), ১০০০০ টি অবৈধ ট্যাবলেট (২,০০,০০০/-) এবং ০৫ টি মোবাইল ফোন (১,০০,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪,৩১,৩০০/- (চার লক্ষ একত্রিশ হাজার তিনশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।