36

গোলাম সারওয়ার ও আমিনুল ইসলাম টুটুল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গোলাম সারওয়ার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
গতকাল রোববার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র যৌথ সভায় পঞ্চমধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১৬টি উপজেলার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ad

পাঠকের মতামত