50338

সৌদিতে কেন সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের জামাত হয়

আন্তর্জাতিক ডেস্ক: মরুভূমির দেশ সৌদি আরবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের তাপ বাড়ে। বেলা করে ঈদের নামাজ আদায় করা সৌদিতে কষ্টসাধ্য। সেজন্য সূর্যোদয়ের ১৫ মিনিট পর নামাজ আদায় নির্দেশ দিয়েছেন সৌদি আরবের ইসলামবিষয়কমন্ত্রী আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ।

সৌদি গেজেট জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় নিয়ে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছেন সৌদি ইসলামবিষয়কমন্ত্রী আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ। সেখানে কখন এবং কোথায় ঈদ জামাত অনুষ্ঠান করা যাবে তা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায় করতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ads

মন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছেন।

সূত্র : সৌদি গেজেট

ads
ad

পাঠকের মতামত