50353

রাজ্যসভা থেকে অবসর নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভা থেকে অবসর নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানালেন, এই অবসরে এক যুগের অবসান হল। সেই সঙ্গেই এক আবেগঘন চিঠিতে খাড়গের দাবি, ‘আপনি সকলের কাছেই হিরো হয়ে থাকবেন।’ এক্স হ্যান্ডলে চিঠিটি শেয়ারও করেছেন খাড়গে।

ঠিক কী লিখেছেন কংগ্রেস সভাপতি? তিনি মনমোহনের উদ্দেশে লিখেছেন, ‘সক্রিয় রাজনীতি থেকে আপনি অবসর নিচ্ছেন ঠিকই, কিন্তু আমি আশাবাদী আপনি জ্ঞানের কণ্ঠস্বর হয়ে থাকবেন। এবং যখনই সম্ভব হবে দেশের নৈতিকতার মাপকাঠি দেশবাসীর কাছে তুলে ধরবেন। আপনার সুস্থ, শান্তিপূর্ণ জীবনের কামনা করি।’

ads

বুধবার সংসদে ৩৩ বছর পূর্ণ হয়েছে মনমোহন সিংয়ের। আর এ দিনই হবে তার শেষ সংসদীয় যাত্রা। সেকথা উল্লেখ করে খাড়গের কটাক্ষ, ‘বর্তমান সময়ের যে নেতারা আপনার কর্মকাণ্ড নিয়ে কাটাছেঁড়া করেন, তারা পক্ষপাতিত্বের কারণে আপনাকে স্বীকৃতি দিতে চান না। খুব কম মানুষই বলতে পারবেন আপনার থেকে বেশি উদ্দীপনা ও ভক্তি সহকারে দেশের সেবা করেছেন। আপনি দেশ ও দেশের মানুষের জন্য যা করেছেন, তা স্পর্শ করার সাধ্য কারও নেই।’

সেই সঙ্গে খাড়গে মনে করিয়ে দিয়েছেন, মনমোহন সরকারের আমলেই ১০০ দিনের কাজের প্রকল্পের শুরু হয়। খাড়গে লিখছেন, ‘২৭ কোটি দরিদ্র ভারতবাসীকে দারিদ্রের কবল থেকে মুক্ত করেছেন আপনিই।’ দেশের মধ্যবিত্ত ও যুব সম্প্রদায়ের কাছে মনমোহন সিং একজন ‘হিরো’ হয়েই থাকবেন বলে উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি। মনে করিয়ে দিয়েছেন, সংসদে তার অভাব অনুভূত হবে। শারীরিক অসুস্থতা নিয়েও তিনি যেভাবে দলকে সময় দিয়েছেন, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খাড়গে।

ads
ad

পাঠকের মতামত