50168

রাশিয়ায় সন্ত্রাসী হামলা: নিন্দা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইসলামিক স্টেটের দাবি করা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ads

শুক্রবার ২২ মার্চ মস্কো শহরের একটি কনসার্টে হামলায় ৬০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, ফ্রান্স ক্ষতিগ্রস্তদের, তাদের প্রিয়জনদের এবং সমস্ত রাশিয়ান জনগণের সাথে সংহতি প্রকাশ করছে।

ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রোসাস সিটির শপিংমলের কনসার্ট হল, রেস্টুরেন্ট, একুরিয়াম এবং বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় একযোগে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল অস্ত্রধারী।

গোলাগুলির এবং বোমা হামলার কারণে মলটিতে আগুন ধরে যায়। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা না গেলেও রুশ সংবাদমাধ্যম স্পুটনিক বলছে, রাশিয়ায় সন্ত্রাসী হামলার যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির একমাসের মধ্যে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটেছে।

ad

পাঠকের মতামত