36252

ভারত ৩.৭০ লক্ষ টন গম পাঠাল খাদ্য সঙ্কটের মুখোমুখি দেশগুলিতে

আন্তর্জাতিক ডেস্ক: খাদ্য সঙ্কটের মুখোমুখি দেশগুলির উদ্দেশ্যে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ইতিমধ্যেই ভারত (India) সরকার-টু-সরকার (Government to Government, G2G) সিস্টেমের অধীনে আগস্টের প্রথম পর্যন্ত একাধিক দেশে মোট ৩,৭০,০০০ টন গম রপ্তানি করেছে। মূলত, এই ব্যবস্থার অর্থ হল ভারত সরকার সরাসরি অন্য দেশের সরকারের সাথে এই বিষয়ে চুক্তিবদ্ধ। পাশাপাশি, এখানে বেসরকারি আমদানি-রপ্তানিকারকদের মধ্যস্বত্বভোগী হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে। মানিকন্ট্রোলের খবর অনুযায়ী জানা গিয়েছে এখনও বহু দেশে খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে।

গত ১৩ মে তাৎক্ষণিকভাবে গম রপ্তানি নিষিদ্ধ করেছিল সরকার। এর পাশাপাশি ময়দা, আটা-র মত গমজাত পণ্য রপ্তানিও বন্ধ করা হয়। মূলত, পাঞ্জাব, হরিয়াণা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে অত্যধিক তাপপ্রবাহের কারণে গমের ফসলের ক্ষতি হওয়ার জেরে সরকার এই সিদ্ধান্ত নেয়। যদিও, সরকার বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট মোকাবিলায় সহায়তা করার জন্য কূটনৈতিক স্তরে এবং অনুরোধের ভিত্তিতে এটি রপ্তানি করে চলেছে।

ads

একাধিক দেশে রয়েছে চাহিদা: জানা গিয়েছে, মে মাসের পরে প্রায় ১২ টি দেশ ভারত থেকে অর্ডার করা গমের চালান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়ে তাদের চাহিদা পূরণ হবে কি না সেই বিষয়ে খোঁজ নেয়। পাশাপাশি, ৪৭ টি দেশ ভারতকে খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে আহ্বানও জানিয়েছে। এই প্রসঙ্গে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে, ইতিমধ্যেই একাধিক দেশকে উত্তর দেওয়া দিয়েছে এবং অনেকেই গমের চালানও পেয়েছে। তিনি বলেন, “সরকার-টু-সরকার ব্যবস্থায় ৩ লক্ষ ৭০ হাজার টন গম পাঠানো হয়েছে। যদিও, একাধিক দেশ থেকে আরও চাহিদা আসছে। যার পরিপ্রেক্ষিতে আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি এবং নিশ্চিত করছি যে এটি প্রয়োজনীয় বাজারে পৌঁছেছে।”

কতগুলি দেশে গম পাঠানো হয়েছে: সরকারি আধিকারিকদের মতে, গম রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল না, বরং তা নিয়ন্ত্রিত ছিল। এমতাবস্থায়, খাদ্য সঙ্কটের মুখে ভারত তার প্রতিবেশী দেশগুলিতে গম রপ্তানি করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, কাতার, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। পাশাপাশি, সরকার অন্যান্য দেশের অনুরোধও বিশেষভাবে বিবেচনা করছে। সর্বোপরি, আন্তর্জাতিক ক্ষেত্রে গম সঙ্কটের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাখছে বাণিজ্য বিভাগ।

ads

এখনও পর্যন্ত কত গম রপ্তানি করা হয়েছে: জানা গিয়েছে, ভারত চলতি বছরে এখনও পর্যন্ত মোট ৩৮ লক্ষ টন গম রপ্তানি করেছে। এমতাবস্থায়, তিন বছর আগে এই পরিসংখ্যান ছিল মাত্র ২ লক্ষ টন। এদিকে, দু’বছর আগে ভারত ২০ লক্ষ টন গম রপ্তানি করেছিল। পাশাপাশি, গত বছর রপ্তানি করা হয় ৭০ লক্ষ টন গম। এমতাবস্থায়, সরকার জানিয়েছে বর্তমানে ভারতে গমের কোনো অভাব নেই। সর্বোপরি, রপ্তানি নিষেধাজ্ঞা দেশীয় বাজারে গমের দাম কম রাখতে সাহায্য করেছে বলেও জানা গিয়েছে।

সূত্রঃ বাংলা হান্ট

ad

পাঠকের মতামত