34563

সেভেরোদনেস্ক ও লিসিচানস্ক ‘মৃত শহর’: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, শক্তিশালী রুশ বাহিনীর চেয়ে সংখ্যায় কম হলেও পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেস্ক ধরে রেখেছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু রুশ সেনারা সংখ্যায় অনেক বেশি ও শক্তিশালী। সেভেরোদনেস্ক ও প্রতিবেশী লিসিচানস্ক উভয়েই এখন মৃত শহর। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমরা টিকে আছি কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি এবং তারা শক্তিশালী। সেভেরোদনেস্ক ও প্রতিবেশী লিসিচানস্ক উভয়েই এখন মৃত শহর।

ads

এই শহর দুটির পতনের অর্থ হবে রাশিয়া পুরো লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণ করবে। যা ডনবাসের অর্ধেক এলাকা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, সংখ্যায় বেশি হওয়ার সুবিধা পাচ্ছে রুশ সেনারা। তবে পাল্টা লড়াইয়ের সব সুযোগ রয়েছে ইউক্রেনের।

ads

তিনি আরও বলেছেন, ডনবাস অঞ্চলে রাশিয়ার আরও অগ্রগতি হলে পরিস্থিতি ইউক্রেনের জন্য ভয়াবহ খারাপ হতে পারে।

জেলেনস্কি বলেছেন, কৃষ্ণ সাগরের বন্দরে রাশিয়ার অবরোধ অব্যাহত থাকলে ইউক্রেনের ৭৫ মিলিয়ন টন খাদ্যশস্য আটকে যাবে। এখন ২২-২৫ মিলিয়ন টন বিদেশে পাঠানো যাচ্ছে না।

বিশ্বের শীর্ষ গম রফতানিকারক ইউক্রেন। যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রফতানি বন্ধের অভিযোগ অস্বীকার করেছেন।

ad

পাঠকের মতামত