33217

কুমিল্লায় করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত, মৃত্যু নেই

ডেস্ক রিপোর্টঃ রমজানে করোনার প্রকোপ নেই বললেই চলে, তবুও বাজার, মার্কেট এবং সমাগমের স্থান গুলোতে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে বলা হচ্ছে প্রতিনিয়ত। কুমিল্লার অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় চলে এসেছে।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে কোন আক্রান্ত নেই। এই নিয়ে জেলায় মোট ১৪ হাজার ৫৮জন আক্রান্ত হয়েছেন।

ads

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। কুমিল্লায় এ যাবৎ ৯৮১ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে এ তথ্য পাওয়া গেছে। এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৬৮৩ জন।

ads

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।

ad

পাঠকের মতামত