32993

দক্ষিণ সুদানে মারা যাওয়া বাংলাদেশী শান্তিরক্ষীর প্রতি সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন আনমিসে (দক্ষিণ সুদান) মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সিএমটিডি-তে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ads

উল্লেখ্য, ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিস্কের রক্তক্ষরণজনিত কারণে চলতি মাসের ৬ তারিখ আনমিসে মৃত্যুবরণ করেন।

বুধবার (১৩ এপ্রিল) তার লাশ দেশে এসে পৌঁছায়। সকল আনুষ্ঠানিকতা শেষে সেনা সদস্যের লাশ দাফনের জন্য বৃহস্পতিবার আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে তার নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে নিয়ে যাওয়া হয়।

ads

সূত্র : বাসস

ad

পাঠকের মতামত