32999

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের শততম জন্মদিন পালিত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে ও মহান মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ে অধ্যাপক মোজাফ্ফর আহমেদের অবদান চিরস্মরণীয়। স্বাধীনতার জন্যে তার এই অবদান বাংলাদেশী মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

মুক্তিযুদ্ধকালীণ প্রবাসী সরকারের উপদেষ্টা বামরাজনীতির আদর্শের পথিকৃৎ অধ্যাপক মোজাফ্ফর আহমেদের ১০০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা টাউনহলে আলোচনা সভায় বক্তরা এমন মন্তব্য করেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামীপার্টি ন্যাপ কুমিল্লা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাপের সভাপতি মোহাম্মদ আলী ফারুক।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন। অধ্যাপক মোজাফ্ফর আহমেদের জীবনীর ওপর আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক।

আলোচনায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন, বীর মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন, কমরেড পরেশ কর, ন্যাপ নেতা বশির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

ads

বক্তারা বলেন অধ্যাপক মোজাফ্ফর আহমেদ ভোগের নয় , মানুষের কল্যাণে ত্যাগের রাজনীতি করতেন।

অনুষ্ঠান শেষে অধ্যাপক মোজাফ্ফর আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ইফতার মাহফিল ও জন্মদিনের কেককাটেন অতিথিগণ।

ad

পাঠকের মতামত