31723

আগামী মার্চে দায়িত্ব ছাড়বেন চীনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানিয়েছেন, আগামী মার্চে চলতি মেয়াদ শেষ হওয়ার পরই দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। গতকাল শুক্রবার তিনি তার এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাঠামোর দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা লি ২০১৩ সাল থেকে চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। দেশটির সংবিধান অনুযায়ী, টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা যায় না।

শরতে ক্ষমতাসীন দলের সম্মেলনে নতুন দলপ্রধান ঠিক হবে, সেখানে পরবর্তী পাঁচ বছরের জন্য চীনের শীর্ষ নেতা হিসেবে শি জিনপিংই বহাল থাকবেন বলে মনে করা হচ্ছে; তেমনটা হলে তিনি টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার নজির গড়বেন।

ads
ad

পাঠকের মতামত