28558

ওয়াশিংটনে মোদি-বাইডেন বৈঠক শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলতি সপ্তাহে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর বৈঠক হবে। তাতে যোগ দিতে আমেরিকায় সফরের কর্মসূচি রয়েছে মোদির। সব ঠিক থাকলে সেই সময় প্রথমবার মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

ads

প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর বাইডেন এই প্রথম মোদির সঙ্গে সরাসরি বৈঠক করবেন। এর আগে একাধিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন এ দুই রাষ্ট্রপ্রধান।

চলতি বছরের মার্চে ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর প্রথম বৈঠক, এপ্রিলে জলবায়ু সম্মেলন বা জুনে জি-৭ জোটভুক্ত দেশের সম্মেলনেও দুই নেতার ভার্চুয়াল বৈঠক হয়েছে।

ads

বস্তুত বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকা সফর মোদির। ২০১৯ সালে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন তিনি।

তবে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ‘কোয়াড’ জোটভুক্ত দেশগুলোর বৈঠকের আয়োজন করেছেন বাইডেন। তাতেই সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন মোদি-বাইডেন।

ad

পাঠকের মতামত