28486

বরুড়ায় বিধবা শিরিন বেগমকে ঘর উপহার দিল রেমিট্যান্স যোদ্ধা সংস্থা

বরুড়া প্রতিনিধি: বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া (ইটাখোলা)’য় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল এগারটায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার দেওয়া নবনির্মিত ঘর উপহার বুঝিয়ে দেওয়া হয় বিধবা শিরিন বেগমকে। এ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-০৮ বরুড়া আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবু রিয়াজ নূর উদ্দীন খন্দকার স্বপন৷

ads

রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সদস্য, বরুড়া উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইকরামুল হক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন লিংকন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মোঃ সোহেল সামাদ, ঝলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল এনাম ইয়াকুব, সহ-সভাপতি নাজমুল হুদা রতন, ঝলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন, যুবলীগ নেতা নাছির উদ্দীন মিহির, ঝলম ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা , রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সদস্য ত্বকির আহমেদ, মোঃ ইসমাইল হোসেন, মোশাররফ হোসেন৷

এসময় শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ বরুড়া উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত