60642

ব্রাহ্মণপাড়ায় ‎মাদক-চোরাচালান প্রতিরোধে গ্রাম পুলিশের সাথে ওসির মতবিনিময়

নিউজ ডেস্ক:‎‎ ব্রাহ্মণপাড়ায় ‎মাদক-চোরাচালান প্রতিরোধে গ্রাম পুলিশের সাথে ওসির মতবিনিময় মাদক ও চোরাচালান প্রতিরোধে গ্রাম পুলিশের সাথে থানার অফিসার ইনচার্জ (ওসির) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে থানা কমপ্লেক্সে এ মতনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, চুরি, ছিনতাই, ওয়ারেন্ট তামিল, ইভটিজিং প্রতিরোধে গ্রাম পুলিশকে সঠিকভাবে তথ্য দিয়ে এসব অপরাধীদের বিরুদ্ধে কঠুর থাকার আহ্বান জানান গ্রাম পুলিশদের। ওসি গ্রাম পুলিশের বিভিন্ন প্যারেড পরিদর্শন করেন।

ads

তিনি আরো বলেন, সকল গ্রাম পুলিশকে সবসময় সতর্ক থাকতে হবে যেনো মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ছিনতাইসহ যেকোন অপকর্ম যাতে না ঘটে। সভায় গ্রাম পুলিশদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার দেবার ঘোষনা করেন (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। এসময় থানার অফিসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত