58631

কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আবুল কাসেম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কোটপাড়া এলাকায় ২৩ বীর-এর আওতাধীন এলাকায় অভিযানটি চালানো হয়।

আটককৃত আবুল কাশেম কোটপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

ads

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্যসহ আটক কাসেমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত