51864

ফ্রান্সকে হারিয়ে ৩২ বছর পর স্পেনের স্বর্ণজয়

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক গেমসের পুরুষ ফুটবল ইভেন্টের ফাইনাল হয়েছে দেখার মতো। কী ছিল না ম্যাচে? আট গোলের থ্রিলারে ভরপুর ম্যাচ দেখেছে পিছিয়ে পড়া, উত্থান-পতন। শেষ পর্যন্ত স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে জয় তুলে নেয় স্পেন। ৫-৩ গোলে ফরাসিদের হারিয়ে ৩২ বছর পর অলিম্পিক ফুটবলে পুরুষ ইভেন্টে সোনা জেতে লা রোজারা।

প্যারিসের পার্ক দে প্রিন্সিসে শুরুতে এগিয়ে যায় ফ্রান্স। তবে, বিরতির আগেই সেই গোল শোধ করে স্পেন। এরপর বাড়ায় ব্যবধানও। ৩-১ গোলে পিছিয়ে পড়া ফ্রান্স ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। দুই গোল শোধ করে আনে ৩-৩ সমতা।

ads

ভাগ্য নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সার্জিও কামেয়োর জোড়া গোল ছিটকে দেয় ফ্রান্সকে। তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫-৩ গোলের জয় নিয়ে সোনার পদক নিজেদের করে নেয় স্পেন। রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে।

ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের ছেলেরা স্বপ্ন সত্যি করেছে। আমরা অলিম্পিকে সোনা জিতেছি।’ এর আগে চলতি বছর ইউরো চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছিল স্পেন।

ads

এদিকে, ব্রোঞ্জ পদক পেয়েছে মরক্কো। আফ্রিকার দেশটি ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় মিশরকে।

ad

পাঠকের মতামত