51835

বাংলাদেশ নিয়ে ভারত ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাবিড ল্যামির সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ads

দায়িত্ব নিলেন র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে জানান, কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে। বাংলাদেশ ইস্যু ছাড়াও এই দুই নেতা পাশ্চিম এশিয়া নিয়ে কথা বলেছেন।

অন্যদিকে, যুক্তরাজ্যের হোম অফিসের একটি সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয়ের জন্য দেশটিতে ভ্রমণ করতে পারবে না।

ads

তবে বাংলাদেশ ইস্যুতে ল্যামির-জয়শঙ্করের মধ্যে কি কি কথা হয়েছে তা প্রকাশ করা হয়নি। এমনকি শেখ হাসিনার ভবিষৎ পরিকল্পনা কি, সে ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য করেনি ভারত ও ব্রিটিশ সরকার, কোনো পক্ষই।

শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমাদের কাছে এখনো তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই। তবে বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে। সেখানে এখনো পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের মাথায় সর্বাগ্রে।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদ ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিন তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা আশ্রয় নেন ভারতে। নতুন কোনো দেশে আশ্রয়ের উদ্দেশে ইতোমধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন শেখ হাসিনার সঙ্গীরা। কিন্তু তারা কে কোন দেশে যাচ্ছেন সে বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ad

পাঠকের মতামত