49731

বরুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক: বরুড়ায় যথাযোগ্য মযার্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান একুশের প্রথম প্রহরে বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মংয়ের সার্বিক তত্ত্বাবধানে বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন। এছাড়াও শ্রদ্ধা জানান, সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

ads

দিবসটি উপলক্ষে সকাল আটটায় বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুলের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীগন কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বরুড়া উপজেলা জাতীয় পার্টি, বরুড়া উপজেলা প্রেসক্লাব, বরুড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান, বরুড়া ডিপ্লোমা মেডিকেল এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশন, আমরা বরুড়াবাসী সংগঠন ওরাই আপনজন সামাজিক সংগঠন, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সহ অসংখ্য প্রতিষ্ঠান বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ads
ad

পাঠকের মতামত