48268

বাইউস্টে রোবট নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি, কুমিল্লা এর তড়িৎ প্রৌকশল বিভাগের উদ্যোগে আটটি প্রতিযোগিতা নিয়ে দুইদিন ব্যাপি বাইউস্ট ইইই ডে-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান্মূলক প্রতিযোগিতা ছিলো সর্বত্র।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ  ছিলো রোবোট প্রতিযোগিতা।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি জীবনকে কতটা সহজ করেছে তা এইসব প্রতিযোগিতায় তুলে ধরা যায়। প্রতিযোগিতায় রোবো সকার, যেখানে দুইটা রোবো বোট ফুটবল কম্পিটিশন হয়ে থাকে। রোবো রান, রোবোটের রেসিং এবং সর্বশেষ এলএফআর। উক্ত সেগমেন্ট এ প্রধান বিচারক ছিলেন তড়িৎ প্রৌকশল বিভাগের প্রভাষক মো. নাহিদুল আলম। এছাড়াও বিচারক হিসাবে ছিলেন  উক্ত বিভাগের প্রভাষক জাহিদ   হাসান, মুসতবা আর নাসের স্যার  সহ উক্ত বিভাগের আরো অনেক শিক্ষক বৃন্দ।  প্রতিযোগিতায় ১৫টি বিশ্ব বিদ্যালয় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন মিয়া (অব.), উপাচার্য (ভারপ্রাপ্ত), কর্নেল মো. বদরুল আহসান, পিএসসি (অব.), রেজিস্ট্রার  এবং তড়িৎ প্রৌকশল বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মো: কামরুজ্জামান সহ আরো অনেক ডিপার্টমেন্ট এর শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন তড়িৎ প্রৌকশল বিভাগের সহকারী অধ্যাপক মো:আশরাফুল ইসলাম।
রোবো সকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন :Robo bot V3, ফার্স্ট রানার্সআপ :Black saber, ওনারি প্রাইজ Robo 52. রোবো রানে চ্যাম্পিয়ান :BumbleBee, ফার্স্ট রানার্সআপ :Supersonic, ওনারি প্রাইজ :Black saber.এলএফআর এ চ্যাম্পিয়ন Team wrecker Jaw, ফার্স্ট রানার্সআপ :Comilla University Bot. তাদেরকে পুরুষ্কার সরূপ সার্টিফিকেট, ক্রেস্ট এবং প্রাইজ মানি দেওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত