47736

ইতালির পাঠানো মানবিক সহায়তা ঢুকছে গাজায়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় সহায়তা পাঠিয়েছে ইতালি। দেশটির এসব সহায়তা অবরুদ্ধ উপত্যকায় ঢুকেছে বলে জানিয়েছেন ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

ads

খবরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইতালির সহায়তা পৌঁছেছে।

আন্তোনিও তাজানি বলেছেন, ১৬ টন মানবিক সহায়তা বহনকারী দুটি সি-১৩০ সামরিক বিমান গাজার জন্য পাঠিয়েছে ইতালি।

ads

নিজ দেশের পার্লামেন্টের যৌথ পররাষ্ট্র বিষয়ক ও প্রতিরক্ষা কমিটিকে তিনি জানিয়েছেন, ইতালির পাঠানো এ সহায়তা মিশর সীমান্তের রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ঢুকবে।

গত বৃহস্পতিবার প্যারিসে গাজার জন্য আর্থিক সংস্থান জোগাড় ও উপত্যকাটিতে সহায়তা দেওয়ার উপায় খুঁজে পেতে বৈঠক করেন বিশ্ব নেতারা। গাজার চিকিৎসা পরিকাঠামো দ্রুত ধসে পড়ার কারণে গুরুতরভাবে আহতদের বের করে আনার ব্যাপারেও তারা আলাপ করেছেন।

ad

পাঠকের মতামত