45210

শেষ হলো জেদ্দা শীর্ষ সম্মেলন; আরো শান্তি আলোচনার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের বিষয় নিয়ে আয়োজিত জেদ্দা শীর্ষ সম্মেলন শেষ হয়েছে রবিবার। আয়োজক দেশ সৌদি আরব এক সমাপনী বিবৃতিতে জানিয়েছে,সম্মেলনে অংশগ্রহণকারীরা শান্তির বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

দুই দিনের জেদ্দা শান্তি সম্মেলনে ৪২টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তবে, সেখানে রাশিয়ার পক্ষ থেকে কেউ ছিলেন না।

ads

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির স্টাফ-প্রধান আনদ্রি ইয়ারমাক রবিবার জেদ্দায় অনুষ্ঠিত আলোচনাকে “খুব ফলপ্রসূ” বলে অভিহিত করেছেন। মস্কো এই বৈঠককে কিয়েভের সমর্থনে উন্নয়নশীল বিশ্বকে (গ্লোবাল সাউথ) প্রভাবিত করার লক্ষ্যে একটি ধ্বংসাত্মক প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

ads

উচ্চ পর্যায়ের এই আলোচনায় ব্রিকস সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়। ব্রিকস সদস্য দেশগুলো হলো; ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

পশ্চিমা দেশগুলোর কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলেছেন, আলোচনায় চীনের উপস্থিতি নিশ্চিত করতে, সৌদি আরবের কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ad

পাঠকের মতামত