43234

বাস্তিল দিবস পালনে ফ্রান্স যাবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: আগামী জুলাইয়ে ফ্রান্সে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ জুলাই বাস্তিল দিবসের প্যারেডে ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশ নেবেন তিনি। শুক্রবার এই ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে এও জানানো হয়েছে, ফরাসি সেনার সঙ্গে সেই কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় সেনাও।

ভারত-ফ্রান্স কৌশলী অংশীদারির ২৫ বছর পূর্ণ হল এবার। সেই উপলক্ষেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আমন্ত্রণ জানালেন মোদিকে। সেই আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সম্মতির ঘোষণায় ম্যাখোঁ হিন্দি ও ফরাসিতে টুইট করেছেন। লিখেছেন, ‘প্রিয় নরেন্দ্র, প্যারিসে ১৪ জুলাইয়ের প্যারেডে সম্মাননীয় অতিথি হিসেবে তোমাকে স্বাগত জানাতে পারলে আমি বাধিত হব।’

ads

উল্লেখ্য, গত বছরও ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। দেখামাত্রই উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ।

আরেকবার ফের দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি হতে দেখা যাবে। দুই নেতার বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে প্রতিরক্ষা নানা বিষয়ই উঠে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ads
ad

পাঠকের মতামত