42910

ফিলিস্তিন ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে আব্বাসের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘দখলকৃত অঞ্চলের’ সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

বুধবার জেদ্দায় তাদের মধ্যে আলোচনা হয় বলে নিশ্চিত করছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।

ads

ওয়াফা জানায়, ফিলিস্তিন-সৌদি সম্পর্ক, আঞ্চলিক উন্নয়ন এবং সব স্তরে দ্বিপাক্ষিক সমন্বয় জোরদার করার উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের বৈধ অধিকার ফিরে পাওয়া এবং জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী করার বিষয়ে সৌদির সমর্থনের আহ্বান জানিয়েছেন আব্বাস।

ads

ওয়াফা সূত্রে আরও জানা যায়, ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীনতা ও স্বাধীনতা অর্জনের জন্য দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বিন সালমান।

এক সফরে সোমবার সৌদি আরবে পৌঁছান আব্বাস। হামাস প্রধান ইসমাইল হানিয়াহ একই সময়ে সৌদি যান। সেখানে অবস্থানকালে দুই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী মিলিত হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

ad

পাঠকের মতামত