42874

লাইলাতুল কদরের রাতে মক্কায় মুসল্লির ঢল

ইসলাম ডেস্ক: লাইলাতুল কদরের রাতে মক্কায় ঢল নামে মুসল্লির। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জনসমুদ্রে পরিণত হয় মক্কার হারাম শরীফ। ইবাদত বন্দেগিতে সময় পার করেন লাখ লাখ মানুষ।

মহিমান্বিত রজনি লাইলাতুল কদরের সন্ধানে সোমবার (১৭ এপ্রিল) রাতে পবিত্র মক্কা নগরীর হারাম শরীফে জড়ো হন লাখ লাখ মুসল্লি। ইফতারের পরপরই জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। তীব্র গরমের মধ্যেই জিকির আসগার আর ইবাদত বন্দেগিতে রাত পার করেন তারা।

ads

সংবাদমাধ্যম ডেইলি টাইমস জানায়, পবিত্র কাবা শরিফে এদিন রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন ২০ লাখের বেশি মুসল্লি।

কাবা শরিফের ইমাম ও মুখপাত্র শেখ আবদুল রহমান আল সুদাইস জানান, প্রায় ১৫ লাখ ওমরাহ পালনকারী এবং ৫০ হাজারের বেশি সাধারণ মুসল্লি এদিন ইবাদত-বন্দেগিতে সময় কাটান। একসঙ্গে আদায় করেন এশা-তারাবিহ্’র নামাজ।

ads

মুসল্লিদের সুরক্ষা এবং চলাচলে সহযোগিতা করতে কাবা শরিফে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

মুসলমানদের কাছে লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রাত। বর্ণিত আছে এ রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয়। পবিত্র মাহে রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান করার কথা বলা হয়েছে।

ad

পাঠকের মতামত