42027

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নাট্য দিবস উদযাপন

নিউজ ডেস্ক: বিশ্ব নাট্য দিবসে জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর আয়োজনে “প্রীতি সম্মিলন” গতকাল (২৭ মার্চ) অনুষ্ঠিত হয়। কুমিল্লার নাট্যশিল্পী ও সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেলে আনন্দ শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকলে সমবেত হন।

ads

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে প্রীতি সম্মিলনে বিশ্ব নাট্য দিবসের আন্তর্জাতিক বাণী পাঠ করেন নাট্যজন শাহজাহান চৌধুরী।

ads

শুভেচ্ছা কথন পর্বে অংশ নেন জনান্তিক নাট্য সম্প্রদায়ের সভাপতি বশীর উল আনোয়ার, যাত্রিক নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ তপন সেনগুপ্ত, প্রতিবিম্ব থিয়েটারের সহসভাপতি মাহফুজুর রহমান বাবুল, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা শহিদুল হক স্বপন, চৌকস নাট্যদলের সভাপতি সালাউদ্দিন লাভলু, অজিত গুহ কলেজ থিয়েটারের আহবায়ক নাজমা আহমেদ, জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি দলের সদস্য ফারহানা আহমেদ, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক, কুমিল্লা কলেজ থিয়েটারের সজল, সারথি থিয়েটারের সভাপতি এজহারুল হক মিজান, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের কর্মকর্তা মো: আল আমিন, রেপার্টরি গার্ডেন থিয়েটারের খায়রুল বাশার বাঁধন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রুবেল হোসেন। পরে উপস্থিত নাট্যশিল্পীরা ইফতার ও কেক কাঁটায় অংশ নেন।

ad

পাঠকের মতামত