41738

দখলকৃত ক্রিমিয়া ও মারিওপল সফরে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গত শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ ঘটনার এক দিন পর প্রথমবারের মত দখলকৃত ইউক্রেনীয় শহর মারিওপল ও ক্রিমিয়া পরিদর্শনে গেছেন পুতিন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা থেকে এ তথ্য জানা গেছে।

ads

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয় রাশিয়া। গতকাল শনিবার ছিল ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত করার ৯ বছর। রয়টার্স জানায় এদিন পুতিন ক্রিমিয়া উপদ্বীপে উপস্থিত হন। তবে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাননি পুতিন।

এদিকে রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়া সফরের একদিন পর হেলিকপ্টারে করে মারিওপলে যান পুতিন এবং গাড়ি চালিয়ে সেখানকার বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। অনেক স্থানে তিনি গাড়ি থামিয়েছেন এবং শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।

ads

দোনেৎস্ক অঞ্চলের মারিওপল শহরটি গত বছরের মে মাস থেকে নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী।

উল্লেখ্য, ইউক্রেনে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রুশ নেতা পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ad

পাঠকের মতামত