41628

রমজানে কুয়েতে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সরকারি অফিস-আদালতের সময়সূচি নতুন করে নির্ধারণ করেছে কুয়েত সরকার। দেশটির সিভিল সার্ভিস ব্যুরো রমজান মাসে সরকারি অফিসের জন্য তিনটি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

অফিস চলাকালীন রাস্তায় যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে কুয়েতের সিভিল সার্ভিস ব্যুরো।

ads

সিভিল সার্ভিস ব্যুরো জানিয়েছে, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি অফিসের প্রতিদিন কর্মঘণ্টা হবে সাড়ে চার ঘন্টা করে। প্রতিদিন সকালে তিনটি ভিন্ন ভিন্ন সময়ে অফিস শুরু হবে। প্রতিটি সরকারী সংস্থা তাদের নির্দিষ্ট পরিস্থিতি এবং কাজের প্রকৃতি অনুসারে নিজ নিজ সময় বেছে নিতে পারবে।

রমজানে কাজের সময়-

ads

প্রথম শিফট: সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা ১৫ মিনিট
দ্বিতীয় শিফট: সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট
তৃতীয় শিফট: সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ৩টা ১৫ মিনিট

মূলত একই সময়ে সকল স্কুল ও অফিসের সময় হওয়ায় কুয়েতের রাস্তায় প্রায়ই যানজট দেখা যায়। এ থেকে পরিত্রাণ পেতে ভিন্ন ভিন্ন সময়ে তিন শিফটে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ad

পাঠকের মতামত