
কুমিল্লা মহানগর কৃষক দলের ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুমিল্লা মহানগর শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন তারা।
কমিটিতে কাজী মোঃ শাহিনুর হুসাইন শাহিনকে আহ্বায়ক ও ইকরাম হোসেন তাজ কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে ১৫ জনকে। তারা হলেন- এ আর জামাল হোসেন, মনিরুল ইসলাম তুহিন, এ্যাড. ফারহানা সেলিম, কাজী বাকের উদ্দিন, আতিকুর রহমান স্বপন, মনির উদ্দিন আহমেদ চৌধুরী, আব্দুর রশিদ, মহসিন স্বপন, শাহানা হক, বশিরুল হাসান, জয়নাল আবেদীন খোকন, আলী দুলাল, আবদুল কাদের মাস্টার, পেয়ার পাটোয়ারী এবং খোরশেদ আলম সুমন।
কমিটির বাকিরা সদস্য হিসেবে আছেন।