
ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলে বই বিতরণ উৎসব
নিউজ ডেস্ক: কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। কোভিড নিয়ন্ত্রণে আসায় নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
তারই ধারাবাহিকতায় বুড়িচংয়ের ভরাসারে ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলে-২০২৩ সালের নতুন বছরের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো: আবু ছালেক সেলিম রেজা সৌরভ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এরশাদুল ইসলাম মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে আবু সালেক সেলিম রেজা সৌরভ, শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়ালেখা করে যোগ্যতা, দক্ষতা অর্জন করে ভালো মানুষ হয়ে দেশ ও পৃথিবীকে বদলে দেয়ার আহ্বান জানান।