39091

বরুড়া পল্লী চিকিৎসক এসোসিয়েশন’র মত বিনিময় সভা

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় সোমবার দুপুর বারটায উপজেলা অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশন বরুড়া উপজেলা শাখার উদ্যোগে এন্টিবায়োটিক অকার্যকর বিষয়ে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মোঃ আব্দুল কাদের। গীতা পাঠ করেন গৌরাঙ্গ সরকার।

ads

ডিপ্লোমা মেডিকেল এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মেহেদী হাসান।

সংগঠনের দপ্তর সম্পাদক আশিষ দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল হাসান ( সোহেল ), আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারি সার্জন ডাঃ সিফাত সালেহ। এ সময় আরও উপস্থিত ছিলেন এম আর এম ল্যাবরেটরীজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান মজুমদার, ডিপ্লোমা মেডিকেল এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর চান্দিনা উপজেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বুড়িচং উপজেলার সভাপতি মোঃ মীর হোসেন, কুমিল্লার স্টার ফাউন্ডেশনের সভাপতি মোঃ তসনিম উদ্দিন মিয়াজী, বরুড়া উপজেলা ডিপ্লোমা মেডিকেল এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক উত্তম কুমার ভাওয়াল, যুগ্ম- সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন।

ads

এ সময় উপজেলার ডিপ্লোমা মেডিকেল এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত