36660

নিষেধাজ্ঞা থেকে মুক্তি, ভারতকে নিয়েই সাফ

স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ফুটবলে আধার কেটেছে। ১১ দিন নিষিদ্ধ থাকার পর ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন আগের মতোই সবকিছু করতে পারবে দক্ষিণ এশিয়ার দেশটি। এরই সঙ্গে সাফ নারী ও অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আর কোনও বাধা নেই তাদের। তাই আয়োজক সাফেও স্বস্তি।

মেয়েদের সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

ads

গ্রুপিং ও ফিকশ্চার হয়ে গেলেও সাসপেনশনের কারণে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের অংশগ্রহণ অনিশ্চিত ছিল। এখন অনিশ্চয়তা কাটায় নেপালে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিতে কোনও সমস্যাই নেই তাদের।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আগের সূচি অনুযায়ী খেলা হবে। ভারতকে নিয়েই হবে টুর্নামেন্ট দুটি। এরইমধ্যে সব রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে তারা।’

ads
ad

পাঠকের মতামত