35328

এ বছরই বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াবে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ এ বছরই বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াবে বলে জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার জাতিসংঘ প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে। খবর আরব নিউজের।

ads

এতে আরও বলা হয়েছে, ২০২৩ সাল নাগাদ ভারত চীনকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

ads

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জনসংখ্যা বৃদ্ধির এই সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের এই গ্রহের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশ্ব জনসংখ্যা দিবসে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, এই বছরের নভেম্বর মাসের ১৫ তারিখে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে। ২০৩০ সালে তা ৮৫০ কোটি এবং ২১০০ সালে তা ১০৪০ কোটিতে পৌঁছাবে।

ভারতের আদমশুমারি অনুসারে, ২০১১ সালে দেশটির জনসংখ্যা ছিল ১২১ কোটি, যা এক দশক আগে পরিচালিত হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের আদমশুমারি সরকার পিছিয়ে দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, ১৯৫০ সাল থেকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতি মন্থর রয়েছে। ২০২০ সালে ১ শতাংশের কম ছিল।

২০৫০ সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির অর্ধেকের বেশি মূলত আটটি দেশকেন্দ্রিক হবে। এগুলো হলো— কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তাঞ্জানিয়া।

সাব-সাহারান আফ্রিকার দেশগুলো ২০৫০ সাল পর্যন্ত অর্ধেকের বেশি জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

তবে ২০২২ থেকে ২০৫০ সাল পর্যন্ত ৬১ দেশে জনসংখ্যা ১ শতাংশ বা তার বেশি কমতে পারে। জন্মহার কমে যাওয়াতে জনসংখ্যা কমবে।

ad

পাঠকের মতামত