34909

হজের সময় মক্কা ও মদিনার তাপমাত্রা যেমন থাকবে

আন্তর্জাতিক ডেস্কঃ হজের সময় মক্কায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক-চতুর্থাংশ বেশি হতে পারে বলে জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সৌদি আরবের জাতীয় আবহাওয়া অধিদফতরের বরাতে সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায়, আগামীতে বৃষ্টিপাত স্বাভাবিক পর্যায়ে থাকবে। তবে ধূলিঝড়ও হওয়ারও আশঙ্কা রয়েছে।

ads

জিলহজে দিনের বেলা তীব্র গরম থাকবে। এ সময় দিনের তাপমাত্রা হবে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া অধিদফতর আরো জানায়, এই মাসে মক্কায় সর্বোচ্চ আর্দ্রতা ৯৩ এবং কমপক্ষে ৬ ভাগ রেকর্ড করা হয়েছে।

ads

আবহাওয়া অধিদফতর আরো জানায়, জিলহজে মদিনায় গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অর্ধেক ডিগ্রি বেশি হতে পারে।

আবহাওয়া বার্তায় আরো জানানো হয়েছে, মদিনায় মাঝে মাঝে ধূলিঝড় হবে। বৃষ্টি স্বাভাবিক থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। চলতি মাসে মদীনায় সর্বোচ্চ আর্দ্রতা ৯২ এবং কমপক্ষে এক ভাগ রেকর্ড করা হয়েছে।

সূত্র : সৌদি গেজেট, উর্দু নিউজ

ad

পাঠকের মতামত