34791

মুরাদনগর দৌলতপুরে নজরুল নার্গিসের ১০১তম  বিবাহ বার্ষিকী পালিত

আরিফ গাজী: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তঁার প্রেয়সী নার্গিস খানমের ১০১তম বিবাহ বার্ষিকী উদযাপন হয়েছে জমকালো আয়োজনে। কবি প্রেমি ও গবেষকদের আলোচনা শেষে মঞ্চস্থ হলো মধুমালা নাটক। শুক্রবার বিকেলে নজরুল নার্গিস বিদ্যানিকেতনের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই আয়োজন করেন। দিন ভর ঝুম বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।
কবি পত্নি নার্গিস আরা খানমের ভাইপো মোঃ শাহ নেওয়াজ মুন্সির
সভাপতিত্বে ও ইউনুস মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি সাহিত্যিক ও গবেষক সাংবাদিক মাহমুদ হাসান নিজামী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য নজরুল গবেষক শ্রীকাইল সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক বাবু শ্যামা প্রসাদ ভট্টাচার্য।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, বিদ্যালয়ের সভাপতি ও আলী আকবর খানের নাতি বাবলু আলী খান।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, সাংবাদিক হাফেজ নজরুল, বিশিষ্ট্য সমাজ সেবক মিজানুর রহমান সরকার, মাহবুব মুন্সি, এড. রফিকুল আলম চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে নজরুল নার্গিস শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুলের লেখা নাটক মধুবালা পরিবেশিত হয়।

ad

পাঠকের মতামত