34222

বুড়িচংয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার

বুড়িচং প্রতিনিধিঃ বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে দিনব্যাপী কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি বিদ কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রী নিখিল চন্দ্র শীল।
প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ)  মোঃ মোমিনুল ইসলাম। বিশেষ প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা বানিন রায়।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহসিন মিয়া।
সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলার ৯ ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের অর্ধ শতাধিক কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, আব্দুল জলি, এম বিল্লাল হোসেন সহ আরও অনেকে।

ad

পাঠকের মতামত