34187

গ্রাহক সচেতনতায় ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির গণশুনানি

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের আয়োজনে রবিবার দুপুরে গ্রাহক সচেতনতায় গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। গোপালনগর আদর্শ কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান সোহেল এর সভাপতিত্বে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডাইরেক্টর (ব্রাহ্মণপাড়া) সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি ব্রাহ্মণপাড়ার জোনাল অফিসের ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী।
গণশুনানিতে বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমানে গ্রামেগঞ্জে বিদ্যুৎ এর উপকারিতা ছড়িয়ে পড়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে দেশ। বিদ্যুতের অপচয় না করে বিদ্যুৎ এর সঠিক ব্যবহার করার জন্য সকল গ্রাহকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
ডিজিএম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুতের ভর্তুকি দেওয়া আর চলবে না। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে আরো কঠোর হতে হবে। তাই সকল গ্রাহককে যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। জুন মাসের মধ্যে অবশ্যই সকলকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। তিনি বলেন, ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ ব্যবহারে অনেক বেশি সতর্ক হতে হবে। ঝরে গাছ পড়ে বা অন্য কোনোভাবে বিদ্যুতের লাইন ছিড়ে গেলে ধৈর্য সহকারে পল্লী বিদ্যুতের লোকজনদের অবগত করে বিদ্যুতের পুঃন সংযোগ এর ব্যবস্থা করতে হবে। নিরবিচ্ছিন্ন সার্বক্ষণিক বিদ্যুৎ সেবায় নিয়োজিত বিদ্যুতের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
এসময় বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রদিপ বাবুসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত