32517

তুরস্কের সঙ্গে আলোচনা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। রবিবার পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ফোনে কথা হয় তাদের। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের আগে কথা হয় দুই পররাষ্ট্রমন্ত্রীর। ওই ভোটে ইমরান খান পরাজিত হতেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু তার আগেই পাকিস্তানের প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, যার মানে দেশটিতে এখন আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।

ads

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা ইমরান খানের অভিযোগ, তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে। বিরোধী দলগুলো টাকা দিয়ে এমপিদের কিনে নিচ্ছে তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। বিরোধী দলগুলো অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

ads
ad

পাঠকের মতামত