32175

শায়খ উসামা ও আহমাদ পড়াবেন মক্কা-মদিনার জুমা

নিউজ ডেস্কঃ পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১৪৪৩ হিজরির শাবান মাসের ৪র্থ জুমা অনুষ্ঠিত হবে আজ। পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে আজকের জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন নির্ধারিত প্রসিদ্ধ বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার। যথাযথ নিরাপত্তার সঙ্গে দুই পবিত্রতম স্থানে জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ২৫ মার্চ ২০২২ইং মোতাবেক ২২ শাবান ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।

ads

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফকাবা শরিফের প্রসিদ্ধ ইমাম, প্রবীণ আলেমে দ্বীন হিসেবে পরিচিত শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত।

ads

মসজিদে নববিমদিনার প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. আহমাদ তালেব হামেদ।

উল্লেখ্য ওমিক্রন সংক্রমণরোধে পবিত্র হারাম শরিফে দূরত্ব বজায় রেখে দুই পায়ের চিহ্ন সংযুক্ত করা হয়েছে। সে মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ পড়া হবে। যথাযথ নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রেখেই মুসল্লিরা অংশগ্রহণ করে জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।

ad

পাঠকের মতামত