31311

যুদ্ধ নয়, শান্তি চাই: রোনালদো

স্পোর্টস ডেস্কঃ ইউক্রেনে রীতিমতো ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে রুশ সেনা। আর এ হামলায় ক্রমেই ফুঁসে উঠছে বিশ্ব। ফুঁসে উঠছে ক্রীড়াঙ্গনও। ফুটবলে তো নিষেধাজ্ঞাই পেয়েছে দেশটি। এবার সরব হয়ে উঠলেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। আগামী প্রজন্মের জন্য এই পরিস্থিতি বদলের প্রয়োজনীয়তা উল্লেখ করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।

রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়ে তার সতীর্থ ছিলেন ইউক্রেনের গোলকিপার আন্দ্রে লুনিন। সেই সতীর্থের দেশের পাশে দাঁড়িয়েই শান্তির আবেদন জানান এ পর্তুগিজ তারকা। শিশুদের জন্য সুন্দর পৃথিবী তৈরির বার্তা দিয়ে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমাদের শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বে শান্তি আনার জন্য প্রার্থনা করছি। যুদ্ধ নয়, শান্তি চাই।’

ads

প্রতিবাদ জানিয়েছে রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাউটেডও। রাশিয়ার জাতীয় বিমানসংস্থা এ্যারোফ্লটের সঙ্গে ৪০ মিলিয়ন পাউন্ডের স্পন্সরশীপ চুক্তি বাতিল করেছে ক্লাবটি। বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইউক্রেনের ঘটনার আলোকে, আমরা এ্যারোফ্লটের সঙ্গে স্পন্সরশীপ বাতিল করেছি। আমরা বিশ্বজুড়ে আমাদের অনুরাগীদের উদ্বেগ ভাগাভাগি করি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সহানুভূতি জানাই।’

এদিকে ফুটবল থেকে নির্বাসিতও করা হয়েছে রাশিয়াকে। ইউক্রেনের উপর সামরিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা ও উয়েফা। সোমবার যৌথ বিবৃতিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)।

ads
ad

পাঠকের মতামত